বিধবা ভাতা আবেদন অনলাইন অল্প সময়ের মধ্যে করুন

বর্তমান সময়ে বিভিন্ন ভাতা প্রদান করা হয়ে থাকে তার মধ্যে হলো বিধবা ভাতা অন্যতম আপনি বিধবা ভাতা আবেদন অনলাইন এর মাধ্যমে খবই অল্প সময়ের করবেন তা আপনাদের সাথে আলোচনা করা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত বিধবা ভাতা আবেদন করার নিয়ম আমরা আপনাদের বুঝিয়ে দিব তাই আমাদের সাথেই থাকুন। আশা করি বিধবা ভাতা আবেদন সম্পর্কে অজানা তথ্য জানা হয়ে যাবে।

বিধবা ভাতা আবেদন অনলাইন ফরম পূরনঃ

বিধবা ভাতা আবেদন অনলাইন এ আবেদন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আমাদের নিয়ম অবলম্বন করতে আপনি সহজেই নিজে নিজে বিধবা ভাতার আবেদন করতে পারবেন।

বিধবা ভাতা আবেদন অনলাইন করারা জন্য সর্বপ্রথম আপনাকে তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবার স্টেপ বাই শিখিয়ে নেই

বিধবা ভাতা আবেদন অনলাইন সারসংক্ষেপ

  • ১.আপনি ভিজিট করুন https://mis.bhata.gov.bd/onlineApplication এই ওয়েবসাইটে,
  • ২. আপনার NID ও জন্ম তইরখ দিয়ে যাচাই করুন,
  • ৩. আপনার ব্যাক্তিগত তথ্য দি
  • ৪, স্থ্য়ায়ী ঠিকানা.
  • ৫, মোবাইল ব্যাংকিং এর একাউন্ট নম্বর,
  • ৬. অতিরিক্ত তথ্য দিন,
  • ৭. আবেদন করে আবেদনের কপি প্রিন্ট করুন।
  • ৮. প্রিন্ট করার পর কপি চেয়ারম্যান বা কাউন্সিলর এর কাছে জমা দিন।

ধাপ ১:
অনলাইনে বিধবা ভাতা পাওয়ার জন্য আপনাকে সমাজসেবা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। https://mis.bhata.gov.bd/onlineApplication এই সাইটে প্রবেশ করার পর কার্যক্রম অপশন দেখবেন সেখান থেকে ‘বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা” অপশনটি সিলেক্ট করবেন।

ধাপ ২:
এবার আপনার এনআইডি ও জন্ম তারিখ দিয়ে যাচাই করতে হবে। আপনার তথ্য যাচাই করার জন্য ব্যাক্তিগত অপশনে আপনার নম্বর ও জন্ম তারিখ দিন। স্মার্ট কার্ড হলে ১০ সংখ্যা দিলেই হবে আর ১৩ সংখ্যার হলে নাম্বার এর শেষে আপনার জন্ম তারিখ দিয়ে ১৭ সংখ্যা করে নিবনে। তারপর “যাচাই ”অপশন ক্লিক করবেন।

করার পর কিছু ঘর অটোমেটিক পূরন হয়ে যাবে আর যেগুলো হবে না সেগুলা সঠিক তথ্য দিয়ে পূরন করে নিবেন।

ধাপ ৩ :
এই ধাপে আপনার ঠিকানা ও মোবাইল নম্বর দিন
ধাপে ধাপে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ক্রমে সিলেক্ট করতে হবে।

তারপর মোবাইল ব্যাংকিং নাম্বার দিতে হবে, সেটির জন্য যে কোন একটি অপশন বেছে নিতে হবে যেমন Baksh, Nogad, Rocket যে কোন একটি দিবেন।

আপনার যদি বিকাশ না খোলা থাকে সেক্সেত্র খুলে নিবেন।

ধাপ ৪:
সর্বশেষে আপনি ভাতা পাওয়ার যোগ্যতা ও কিছু শর্ত চাবে সেই গুলো পূরন করে দিবেন।
তারপের সংরক্ষন বাটনে ক্লিক করবেন ।

ধাপ ৫: বিধবা ভাতা আবেদর ফরম pdf
এখন আবেদন টি প্রিন্ট করে দিবেন।

ধাপ ৬: আবেদন জমা
আবেদন সম্পূর্ন করার পর আপনার ওয়ার্ড মেম্বার এর স্বাক্ষর নিয়ে চেয়ারম্যানকে জমা দিবেন বা স্বাক্ষর নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে জমা দিতে হবে।

এই হলো বিধবা ভাতা আবেদন অনলাইন করার একমাত্র উপায়।

বিধবা ভাতা আবেদন করতে কি কি প্রয়োজন

বিধবা ভাতা আবেদন করার জন্য আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা নিম্নরূপঃ

  • একটি জাতীয়পরিচয় পত্রের কপি,
  • আপনার স্বামীর মৃত্যুর সনদ বা প্রমানদি,
  • আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের কালার ছবি,
  • আপনার একটি সচল মোবাইল নম্বর,
  • আপনারে মোবাইল ব্যাংকিং একাউন্ট নাম্বার,
  • বিধবা ভাতার আবেদন করা অনলাইন কপি।

বিধবা ভাতা কি

বিধবা ভাতা হলো বাংলাদেশ সরকারের একটি সামাজিক ভাতা যা এটি বিধবা বা নিগৃহীতা মহিলাদের মাঝে বিতরন করে থাকে। সাধারনত যাদের স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পর যে সব মহিলাদের পরিবারের অবস্থা অনেক আর্থিক সংক্টে চলে তারা এই ভাতা পাওয়ার যোগ্য। আর যারা আর্থিক ভাবে সচ্ছল তারা এ ভাতার জন্য আবেদন করতে পারবে না। এবং তারা পাবেও না।

বিধবা ভাতা বাংলাদেশে চালু করা হয় ১৯৯৮ সালের মাঝামাঝিতে এটির মুল কাজ করে থাকে সমাজসেবা অধিদপ্তর ।

সাধারনত বিধবা ভাতা সমাজে যাদের স্বামী নাই মারা গেছে তারা আর্থিক ভাবে অনেক টানা পেরানোর মধ্যে থাকে তাদের এই ভাতা দেওয়া হয়।


তাছাড়া বিধবা ভাতা ছাড়াও বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়ে থাকেন বাংলাদেশ সরকার।

বিধবা ভাতা কারা পাবে

বিধবা ভাতা আবেদন অনলাইন করার আগে সবার প্রশ্ন জাগে যে ভাতা আসলে কারা পাবে আমরা কি আসলেই ভাতা পাব কি পাবো না তা আমাদের জানতে হবে । মূলত যারা তার স্বামীকে হারিয়েছেন এক কথায় যার স্বামী তার স্ত্রীকে ছেড়ে না ফেরার জায়গায় চলে গেছে তারাই ভাতা পাবনে। তারা আসলেই অনেক অসচ্ছল মুলত এরাই বিধবা ভাতা পাবেন।

বিধবা ভাতা কত টাকা পাবেন

বিধবা ভাতা আবেদন অনলাইন এ আবেদন করার পর সবার মনে হয় আমি কত টাকা ভাতা পাবো ও কিভাবে পাবো। আগে ভাতা পেতে হলে বই থাকতো বই নিয়ে ইউনিয়ন পরিষদে যেত হত তবে এখন মোবাইলের মাধ্যমে টাকা আসে মাসিক ৬০০ টাকা করে দেওয়া হয় এবং চার্জ সহ দেওয়া হয়।

শেষ কথাঃ

আপনাদের মাঝে খুব যত্ন সহকারে আপনি খুব সহজ ভাবে বিধবা ভাতা আবেদন অনলাইন করতে পারবেন তা বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছি। আমাদের কাছে সকল ধরনের ইনফরমেশন বিয়ষ খিুজে পাবেন তাই আমাদের সাথেই থাকুন। আমাদের সাইটে সকল ধরনের ভাতার আবেদন করবেন তা আলোচনা করা হয়েছে আপনি চাইলে পড়তে পারেন। বয়স্ক ভাতামাতৃত্বকালীন ভাতা আবেদন কিভাবে করতে হয়।

বিধবা ভাতা সম্পর্কে কিছূ প্রশ্নঃ

বিধবা ভাতা কত সালে চালু করা হয়?
বিধবা ভাতা ১৯৯৮ সালে প্রথম চালু করা হয়।


বিধবা ভাতা কবে দেওয়া হয়?
বিধবা ভাতা প্রতি তিন মাস পর পর টাকা দেওয়া হয়ে থাকে।


বিধবা ভাতা কত টাকা দেওয়া হয়?
এক কিস্তিতে ১৮০০ টাকা দেয়।


বিধবা ভাতার আবেদন কি অনলাইনে আবেদন করা যায়?
হ্যা অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে।


বিধবা ভাতার আবেদন করতে কোন টাকা লাগে?
না বিধবা ভাতার আবেদন করতে কোন টাকা লাগে না।


বিধবা ভাতার টাকা কিসের মাধ্যমে দিয়ে থাকে?
বিকাশ, নগদ, ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিয়ে থাকে।

বিধবা ভাতা কত টাকা করে মাসে দেওয়া হয়?

মাসিক ৬০০ টাকা হারে দেওয়া হয়।

বিধবা ভাতার আবেদন করার অনলাইন ওয়েবসাইট কোনটি ?
https://mis.bhata.gov.bd/onlineApplication

বিধবা ভাতা আবেদন কিভাবে করতে হয়?
বিধবা ভাতার আবেদন অনলাইনের মাধ্যমে করা হয়।

Leave a Reply